• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৪:১২, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

ছবি: ড. সালেহ উদ্দিনের সাক্ষাতে প্রণয় ভার্মা

ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। 

অর্থ উপদেষ্টা আরও বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি।

ঢাকা-দিল্লি একসঙ্গে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।

বিভি/এমআর

মন্তব্য করুন: