শাহজালাল বিমানবন্দরে অনিয়ম-দুর্নীতি ও চোরাচালান অনেকাংশে রহিত করা হয়েছে: বিমানবাহিনী প্রধান

ছবি: বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, এয়ারফোর্স দায়িত্ব নেয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম-দুর্নীতি ও চোরাচালান অনেকাংশে রহিত করা সম্ভব হয়েছে।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক কর্মকান্ড পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়াকে সঙ্গে নিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন বিমানবাহিনী প্রধান। সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ইমিগ্রেশন ব্যবস্থা আরও বেগবান করতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন তিনি।
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত না হয়েও বিমানবাহিনীর সদস্যদের প্রচেষ্টায় বিমানবন্দরের সেবা উন্নত হয়েছে বলে জানান তিনি। সেবা নিশ্চিতের মাধ্যমে বিমানবাহিনীর সদস্যরা যে সুনাম অর্জন করেছে তা অক্ষুন্ন রাখতে সর্বাত্মক মনোনিবেশের নির্দেশ দেন তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: