আয়নাঘরের চেয়েও নিকৃষ্ট সেলের সন্ধান, ছিল র্যাবের তত্ত্বাবধানে
বিজিবি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বাকি সব বাহিনীর বিরুদ্ধে গত ১৬ বছরে গুমের সাথে সম্পৃক্ততা মিলেছে। সন্ধান মিলেছে আয়নাঘরের চেয়েও নিকৃষ্টতম সেলের, যা ছিল র্যাবের তত্ত্বাবধানে। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। গুমের কারণ বেশিরভাগই রাজনৈতিক। বিদেশি কোনো রাষ্ট্রের সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
কমিশনের কর্মকান্ড সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।
জানানো হয়, ৩১ অক্টোবর পর্যন্ত কমিশনে ১,৬০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৮৩ টি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। এর মাঝে ১৭২ টিতে Rab এর, ৩৭ টিতে সিটিটিসি, পুলিশের ২৫টিতে, গোয়েন্দা বিভাগ ডিবির ৫৫ ও ডিজিএফআই এর ২৬ টিতে সম্পৃক্ততা মিলেছে।
কমিশন সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান জানান, প্রায় ২০০ এর মতো মানুষের এখনো সন্ধান মিলছে না।
কমিশনের অন্য সদস্যরা জানান, গুমের ঘটনার যেন সঠিক তদন্ত না হয় এজন্য অনেক আলামত ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। গুমের ঘটনা তদন্তে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে কমিশন।
বিভি/এজেড
মন্তব্য করুন: