• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শাহজালালে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

‘আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর’

প্রকাশিত: ১২:০৪, ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১৬, ১১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর’

ছবি: সংগৃহিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) প্রবাসী লাউঞ্জের উদ্বোধনকালে তিনি বলেন, আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।

কপ-২৯ সম্মেলনে যোগদান করতে এদিন বেলা সাড়ে ১১টার দিকে আজারবাইজানে বাকুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

এদিকে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের প্রবাসী লাউঞ্জ এবারই প্রথম। এ লাউঞ্জে অভিবাসী কর্মীরা বিশ্রাম নিতে পারবে এবং ভর্তুকিযুক্ত খাবার খেতে পারবে। অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: