• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এই সরকারের ব্যক্তিগত কোন স্বার্থ নেই: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৪:৪২, ১১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এই সরকারের ব্যক্তিগত কোন স্বার্থ নেই: অর্থ উপদেষ্টা

সালেহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এই সরকারের কোনো কিছু আদায়ে ব্যক্তিগত স্বার্থ নেই। সরকার এমন দৃষ্টান্ত রেখে যেতে চায় যেন পরবর্তী সরকার সেসব কাজ সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। সোমবার (১১ নভেম্বর) বনিক বার্তার আয়োজনে তৃতীয় বাংলাদেশ ইকোনমিক সামিটে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি আরও বলেন, রাজনৈতিক সরকার যদি আগের সরকারের সব কাজ ভুল বলে, আবার নতুন করে শুরু করে, তাহলে দেশ কোনদিন এগোবে না। চিকিৎসা ও শিক্ষাখাতে এখনো বৈষম্য রয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, এসব দূর করতেই নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সব ক্ষেত্রে জবাবদিহিতা নষ্ট করেছে। তারা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এ কারণে দেশের অর্থনীতি ভুগছে। দেশে রাজনৈতিক ধারা ফিরলে নতুন করে বিদেশি বিনিয়োগ আসবে বলেও মনে করেন তিনি।

এছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক দেশের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করছে। দেশের রাজনীতি সুস্থ হলে অর্থনীতিও ভালো হয়ে যাবে বলে ধারণা তার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: