• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে’

প্রকাশিত: ১৪:৩৯, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে’

খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। সেই সাথে চলছে দেশি-বিদেশি নানা ধরনের অপপ্রচার। তিনি আরও বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি।

শুক্রবার (৬ ডিসেম্বর) স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ড. মোশাররফ এ সব কথা বলেন। তিনি জানান, পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে। সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহবান জানান বিএনপির এ নেতা।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2