‘ষোড়শ সংশোধনী বাতিলে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে’
ছবি: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল আবার সক্রিয় হওয়ায় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন-রুলার সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সবাই ন্যায় বিচার চায়, সুপ্রিম কোর্ট সে লক্ষ্য অর্জণেই কাজ করছে।
রেফাত আহমেদ জানান, প্রধান বিচারপতি হবার পর থেকে বিচার বিভাগের স্বাধীনতা এবং ভাবমূর্তি রক্ষায় তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। প্রাতিষ্ঠানিক পুর্ণগঠনের অংশ হিসেবে বিচার বিভাগকে শক্তিশালী করতে কাজ শুরু করেছেন।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধে আলাদা সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগে এপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সুপারিশ করা হয়েছে। এগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দেয়া হয়েছে বলে জানান প্রধান বিচারপতি।
বিভি/এআই
মন্তব্য করুন: