• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

‘১০ কোটি টাকায় মাল্টার পাসপোর্ট নিতে চেয়েছিলেন টিউলিপের চাচী’

প্রকাশিত: ২০:২৩, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘১০ কোটি টাকায় মাল্টার পাসপোর্ট নিতে চেয়েছিলেন টিউলিপের চাচী’

ছবি: টিউলিপ সিদ্দিক (বায়ে), শাহীন সিদ্দিক (মাঝে) ও তারিক সিদ্দিক (ডানে)

২০১৫ সালে প্রায় ১০ কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন টিউলিপ সিদ্দিকের চাচী শাহীন সিদ্দিক এবং তার চাচাত বোন বুশরা সিদ্দিক। তবে তাদের পাসপোর্ট দেওয়া হয়নি। ফাঁস হওয়া নথি থেকে এসব তথ্য জানা গেছে বলে শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। 

শাহীন সিদ্দিকের স্বামী হলেন তারিক জামিল সিদ্দিক। যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। 

২০১৫ সালের আগে ২০১৩ সালে নিজের একার জন্য মাল্টার পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। তবে অর্থ পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগ থাকায় তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। 

ওই সময় বিনিয়োগের মাধ্যমে মাল্টার পাসপোর্ট দেওয়ার কাজটি করতো হ্যানলি অ্যান্ড পার্টনার্স। শাহীন সিদ্দিক প্রচ্ছায়া নামের একটি কোম্পানির নামে ঢাকার মূল্যবান সরকারি জমি কুক্ষিগত করেছেন। এ কারণে তাকে পাসপোর্ট দেওয়া হবে না। শাহীন তার পাসপোর্টের আবেদনে প্রচ্ছায়ার কথা উল্লেখ করে বলেছিলেন, তিনি কোম্পানিটির চেয়ারম্যান। 

শাহীন ও তার মেয়ে বুশরা ২০১৫ সালে পাসপোর্টের জন্য যে আবেদন করেছিলেন, সেটি পেতে তাদের যথাক্রমে ৬ লাখ ৫০ হাজার ও ২৫ হাজার পাউন্ড লাগত। এরসঙ্গে ফি হিসেবে আরও ৭০ হাজার পাউন্ড নিতো হেনলি। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

বিভি/এমআর

মন্তব্য করুন: