• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নয়ন সম্ভব না: পরিবেশ উপদেষ্টা 

প্রকাশিত: ১৩:১৭, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নয়ন সম্ভব না: পরিবেশ উপদেষ্টা 

ছবি: সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নতি ঘটানো সম্ভব নয়।

শনিবার (১৯ জুলাই) সকালে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে পরিবেশ অধিদফতর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

রিজওয়ানা বলেন, ‘এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশ উন্নত করা সম্ভব নয়। এজন্য কয়েকটি প্রজন্ম ধরে কাজ করতে হবে। তবে পরিবেশ রক্ষায় এখনই মূল্যবোধ গড়ে তোলার সময়।’
 

পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘শব্দদূষণ বন্ধে সবাইকেই সচেতন হতে হবে। গাড়ি চালানোর সময় অকারণে হর্ন বাজানো বন্ধ রাখতে হবে।’
 
পরিবেশ সংরক্ষণের বিষয়টি সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানান রিজওয়ানা হাসান।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2