জামায়াতের সমাবেশে ভোটাধিকার চান বয়োজ্যেষ্ঠ প্রবাসী

ছবি: মাওলানা মওদুদ হাসান
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার (১৯ জুলাই) সমাবেশের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বয়োজেষ্ট প্রবাসী মাওলানা মওদুদ হাসান।
তিনি বলেন, প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে বসবাস করছি। আমরা বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছেন। আমরা এদেশের অর্থনীতির চাকা সচল রেখেছি। আমাদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা।
এই প্রবাসী বলেন, যারা টাকা পয়সা পাঠিয়ে এদেশের অর্থনীতি সচল রেখেছি, এই কোটি প্রবাসীদের ভোটের ভোটাধিকার দিন। জামায়াতের এই সমাবেশে দাবি জানাচ্ছি- আর বিলম্ব নয়, আর ওয়াদা নয়, এই বছর আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আমাদের অধিকার অবশ্যই আমাদের দিতে হবে।
বিভি/এআই
মন্তব্য করুন: