জামায়াতের নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের

ছবি: ফরহাদ মজহারের
জামায়াতের নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
শনিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ প্রসঙ্গে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে জামায়াত অপমান করতে থাকলে, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামীর নাম পরিবর্তনের এখন ভালো সময় উল্লেখ করে তিনি জানান, তাদের যে ভূমিকা সেটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে বাংলাদেশ গঠিত হয়েছে তার স্পিরিটের সাথে যায় না। এর আগে তারা ডেমোক্রেটিক ইসলামিক আইডিয়াল নাম দিয়েছিলো। পরে আবার জামায়াতে ইসলাম নামকরণ করা হয়েছে। এটা কী আমাদের অপমান করতেই করা হয়েছে কীনা- দলটির প্রতি এমন প্রশ্নও রাখেন ফরহাদ মজহার।
এসময় তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর সংবিধান নয়, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করাই প্রধান কাজ। যারা এর বিরোধিতা করছে তারা পুরোনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে টিকিয়ে রাখতে চায়। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এআই
মন্তব্য করুন: