• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সৎ, পেশাদার অফিসাররাই পদোন্নতির দাবিদার: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত: ১৩:৩২, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সৎ, পেশাদার অফিসাররাই পদোন্নতির দাবিদার: প্রধান উপদেষ্টা 

দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেসামরিক প্রশাসনকে সহায়তায় অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সেনা সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন। 

রবিবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করছে, সেইসাথে অভ্যন্তরীন শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মেকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টা এক্ষেত্রে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে, যোগ্য নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্দেশনা দেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি ২০২৪ সালে জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরআগে, সেনাসদরে পৌছালে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2