• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু বাইরে থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৩:১৪, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:১৫, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু বাইরে থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: জাহাঙ্গীর আলম চৌধুরী

সম্প্রতি উপদেষ্টারা সেইফ এক্সিট চাচ্ছেন এমন একটি বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে মেয়ে দেশে৷ আমি একা সেইফ এক্সিট নিয়ে কী করবো?

রবিবার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেহাত হওয়া কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়ত জানাতে পারবো।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় কেউ যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু অস্ত্র বাইরে থাকে। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়। যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত, তাহলে তো আর আইনশৃঙ্খলা বাহিনী লাগতো না, নির্বাচন স্বাভাবিকভাবেই হয়ে যেতো। কোনো ধরনের অসুবিধা নেই। আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে।

সম্প্রতি এক উপদেষ্টা বলেছেন বর্তমান উপদেষ্টারা সেইফ এক্সিট চান। আপনিও সেইফ এক্সিট চান কি-না? এমন প্রশ্ন উত্তরে উপদেষ্টা বলেন, কে কী চায় সেটা তার তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলে মেয়ে সবাই দেশে৷ আমি একা সেফ এক্সিট নিয়ে কী করবো?

অভিযুক্ত সেনা সদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে৷ এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনে যেটা আছে সেটাই করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2