১৫ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
ছবি: সংগৃহীত
১৫ মিনিট বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাইরে থেকে তার নিক্ষেপ হওয়ায় রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ থেকে ১২টা ৫৫ পর্যন্ত মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ ছিলো।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বৈদ্যুতিক লাইন থেকে তার অপসারণের কাজ শেষে ১২ টা ৫৫ থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
বিভি/এআই




মন্তব্য করুন: