• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনরায় সক্রিয় হওয়ার পর সাধারণ সম্পাদকের পদত্যাগ

প্রকাশিত: ২৩:১২, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ২৩:১৩, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনরায় সক্রিয় হওয়ার পর সাধারণ সম্পাদকের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিতাদেশ প্রত্যাহারের পর পদত্যাগ করলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। রবিবার (২ নভেম্বর) সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে হাসান ইনাম উল্লেখ করেছেন, আমি গত ৪ মাস জুলাই গণঅভ্যুত্থানের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি এই সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার জন্য একদল কর্মঠ কর্মী নিয়ে নিরলসভাবে কাজ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ সময় নানা পরিসরে কাজে লিপ্ত থেকে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অনুভব করছি।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেছেন, সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সব কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হচ্ছে দেশব্যাপী পরিব্যাপ্ত সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার মতো মানসিক অবস্থায় আমি এখন নেই। তাই আমি স্বেচ্ছায়, স্বপ্রণোদিতভাবে এই দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছি। তবে জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার যে লড়াই, সেটি চলমান থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের সংগঠনে সাধারণ সম্পাদক ভিন্ন অন্য কোনো পরিচয়ে বা বেনামে আমি সংগঠনের এ সংক্রান্ত কাজে নিজেকে জড়িত রাখতে ইচ্ছুক।

এছাড়াও পদত্যাগপত্রে সংগঠনের সাধারণ সম্পাদকের পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন হাসান ইনাম।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2