আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রধান বিচারপতির বাসভবনেও। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আতিকুস সামাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টে বিচারকার্য পরিচালনা করে থাকেন। এছাড়া, দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি এই কোর্টে রক্ষিত আছে।
তাই, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ অবস্থায় কোর্ট কম্পাউন্ডসহ জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: