দূতকে তলব
ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান ঢাকার
ছবি: সংগৃহীত
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা।
বুধবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতীয় দূতকে তলবের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবিলম্বে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে ভারতীয় দূতকে জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানিয়ে দেন।
বিভি/এআই




মন্তব্য করুন: