• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রূপনগর খাল পুনরুদ্ধারে ডিএনসিসি’র অভিযান

প্রকাশিত: ১৩:২৭, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রূপনগর খাল পুনরুদ্ধারে ডিএনসিসি’র অভিযান

সংগৃহীত ছবি

রাজধানীর রূপনগর খালের দখল হয়ে যাওয়া অংশ উদ্ধারে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার পর রূপনগর খাল সংলগ্ন ২৩ নম্বর রোডের সামনে থেকে দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়।

সম্প্রতি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, দ্রুততম সময়ের মধ্যে দখল ছাড়তে হবে। অন্যথায় বিনা নোটিশে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় রূপনগর খালের দুই পাশে অবৈধ সব স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে ডিএনসিসি অভিযান শুরু করে। যদিও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে আগেই সিটি করপোরেশনের পক্ষ থেকে কয়েক দফায় জানানো হয়েছিলো।

বিভি/এএইচ/এওয়াইএইচ

মন্তব্য করুন: