• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দক্ষিণ কোরিয়া গেলেন সেনাপ্রধান

প্রকাশিত: ১০:৫৪, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ১১:২৫, ১৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
দক্ষিণ কোরিয়া গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-এ অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১৮ অক্টোবর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারি পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান।

কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিন-এর আমন্ত্রণে সিউলে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশনে অংশ নেবেন তিনি।
 
বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।

সফর শেষে ২৩ অক্টোবর সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: