• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বিসিআইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৪:৫২, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:২৩, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বিসিআইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবনে এবি ব্যাংকের স্টোরের আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ২.১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে পৌনে ২টার দিকে ভবনটির ১১ তলায় আগুন লাগে।

এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিলো, আগুন লাগা ভবনটির নাম বিআইসিসি। পরে খোঁজ নিয়ে জানা যায়, এই নামে মতিঝিলে ভবন নেই। আগুন লাগা ভবনটির নাম আসলে বিসিআইসি।

দুপুরে আগুন লাগার বিষয়টি বাংলাভিশন ডিজিটালকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নারগিস আক্তার। তিনি জানান, ১.৫১ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে আগুনের খবর এলে তাৎক্ষণিক পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট গিয়ে মোট আটটি ইউনিটের চেষ্টায় ২.১০ এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে গেছে। 

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেই বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি।

বিভি/কেএস/এএন

মন্তব্য করুন: