• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

পর্যটন করপোরেশনে বীর মুক্তিযোদ্ধারা গেলে তাঁদের ‘স্যার’ বলতে হবে

প্রকাশিত: ১৮:২১, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পর্যটন করপোরেশনে বীর মুক্তিযোদ্ধারা গেলে তাঁদের ‘স্যার’ বলতে হবে

সরকারি কর্মকর্তা হোন বা কৃষক-শ্রমিক, বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় একটাই, তাঁরা মুক্তিযোদ্ধা। তাঁদের ‘স্যার’ বলে সম্বোধন করাই যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া। 

বাংলাদেশ পর্যটন করপোরেশনে কোনো মুক্তিযোদ্ধা সেবার জন্য গেলে তাঁদের স্যার বলে সম্বোধন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। 

যুদ্ধাহত যেসব মুক্তিযোদ্ধা বাংলাদেশ পর্যটন করপোরেশনে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন তাঁদের সম্মানার্থে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এসব কথা বলেন তিনি।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহা ব্যবস্থাপক জিয়াউল হক হওলাদারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন ফারইস্ট ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান কবির হোসেন, গেস্ট অব ওনার হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব মো. হেমায়েত উদ্দিন তালুকদার, বাণিজ্যিক, পরিকল্পনা অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মো. আব্দুস সামাদসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা একাত্তরের স্মৃতিচারণ করে বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে। এসময় যুদ্ধপরবর্তী অবস্থায় স্বাধীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ স্মরণ করেন। 

আয়োজন শেষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিভি/এসআই/এসডি

মন্তব্য করুন: