• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি হবেঃ মেয়র তাপস (ভিডিও)

প্রকাশিত: ১৮:০৬, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৯:৩৮, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি হবেঃ মেয়র তাপস (ভিডিও)

বাংলাভিশন ডিজিটাল

গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান-এর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি ভোগ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একইসংগে গাড়িচালকের ফাঁসি দাবি করেছেন ডিএসসিসি মেয়র।

সহপাঠী নিহতের ঘটনায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগর ভবনের সামনে অবস্থান নেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় নাঈম-এর সহপাঠীদের সংগে দেখা করে এই দাবি করেন মেয়র তাপস।

জানা যায়, শিক্ষার্থীরা আট দফা দাবি মেয়রের কাছে জমা দেওয়ার জন্য নগর ভবনের সামনে যান। কিন্তু মেয়রের দেখা না পাওয়ায় শিক্ষার্থীরা নগর ভবনের গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এর আগে গুলিস্তানে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে মতিঝিল শাপলা চত্বরে দ্বিতীয় দিনের মতো কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে যান। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিভি/এএইচ/এওয়াইএইচ

মন্তব্য করুন: