• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

স্পিকারের সংগে সাক্ষাৎ করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম

প্রকাশিত: ১৮:৩৭, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
স্পিকারের সংগে সাক্ষাৎ করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সংগে সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। বুধবার (১৯ জানুয়ারি) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে তারা নির্বাচন কমিশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন শীর্ষক কর্মশালা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার বলেন, পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং মৌলিক মানবাধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন যে কর্মশালাটি আয়োজন করেছিল তা যুগোপযোগী ভূমিকা রেখেছে। 

প্রতিবন্ধী, হিজড়া, চা-শ্রমিকসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর পিতা-মাতার পরিচয় লিপিবদ্ধকরণের মাধ্যমে তাদের নাগরিক সুবিধা নিশ্চিতকরণে জটিলতা নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, সকলের প্রচেষ্টায় নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব হচ্ছে৷ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন কমিশন দক্ষতার সাথে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

এই সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/এইচকে/এসডি

মন্তব্য করুন: