• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কিউকম গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

প্রকাশিত: ১৩:৩৫, ২৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১৩:৩৬, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
কিউকম গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

ফস্টার করপোরেশন লিমিটেডে কিউকম-এর ছয় হাজার ৭২১ জন গ্রাহকের আটকে থাকা ৫৯ কোটি টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) ২০ জন প্রতারিত গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দেওয়ার মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হলো। বাকি গ্রাহকদেরও আটকে থাকা টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গ্রাহকদের কাছে টাকা হস্তান্তর করেছেন।

তিনি বলেন, এভাবে বিভিন্ন ইকর্মাস প্রতিষ্ঠানের মাধ্যমে যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয় শুরু হলো। তবে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রাহকদের টাকা এখন ফেরত দেওয়া সম্ভব না। যাদের বিরুদ্ধে শুধু অভিযোগ আছে, মামলা নেই, তাদের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে।

প্রসংগত, কিউকম-এর ৩৯৭ কোটি টাকা পেমেন্ট গেটওয়ে ফস্টারে আটকে রয়েছে। এর মধ্যে ক্রেতাদের অন্তত ১৬৬ কোটি টাকা রয়েছে, যার বিপরীতে ই-কমার্স প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি করেনি। এসব টাকা ফস্টারের জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টে আটকে রয়েছে।

বিভি/এএন

মন্তব্য করুন: