• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খাদ্যাভ্যাস বদলে গেছে সুন্দরবনের হরিণ ও বানরের

সুন্দরবনের হরিণ- বানরের পছন্দের খাবার চিপস, সফট ড্রিঙ্কস

প্রকাশিত: ০৯:৪০, ১৯ মে ২০২২

আপডেট: ১৩:৪১, ১৯ মে ২০২২

ফন্ট সাইজ
সুন্দরবনের হরিণ- বানরের পছন্দের খাবার চিপস, সফট ড্রিঙ্কস

খাদ্যাভ্যাস বদলে গেছে সুন্দরবনের হরিণ ও বানরের। পর্যটন স্পটগুলোতে মানুষের দেয়া খাবারে অভ্যস্ত হয়ে পড়ায় আগের মতো গাছের পাতা আর ফল-মূলে মুখ দিতে চায় না। এখন তাদের উৎপাতে অতিষ্ঠ পর্যটকরা। 

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের যে দিকেই চোখ যায় শুধু সৌন্দর্যের হাতছানি। দলে দলে পর্যটকরাও ছুটে যান তা উপভোগ করতে। বানর ও হরিণ দেখে মুগ্ধ হন তারা। 

তাদের দেয়া চিপস, সফট ড্রিঙ্কসসহ বিভিন্ন ধরনের খাবারে অভ্যস্ত হয়ে গেছে এসব বণ্য প্রাণি। করমজলে পর্যটকদের খাবার ছিনিয়ে নিচ্ছে বানরের দল।    

বণ্য প্রাণীর এতো কাছাকাছি গিয়ে খাবার দেয়ায় রোগ সংক্রমণের শঙ্কা দেখছেন প্রাণি চিকিৎসকরা।

পর্যটকদের উচ্ছিষ্ট খাবার ফেলাকে নিয়মের মধ্যে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ১৯৯৭ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বানর আছে ৪০ থেকে ৫০ হাজার।

বিভি/রিসি

মন্তব্য করুন: