• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ১০:১৭, ২৪ মে ২০২২

আপডেট: ১১:১৭, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদলের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায়  ছাত্রদলের ৩০ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, সকাল সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল ঢাবি ছাত্রদলের। গত রবিবার টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলা করেছিল। তার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন ডেকেছিল ছাত্রদল। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আসতেই ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়া শুরু করে। এতে করে সংঘর্ষ শুরু হয়।

হামলায় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ছাত্রদলের আহত কর্মীরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল শহীদ মিনার এলাকা হয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রড, স্ট্যাম্প, হকিস্টিক ও ছুরি তারা দিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়।

হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন,  ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আমাদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ ৩০ জন আহত হয়ে হাসপাতালে চিৎিসা নিচ্ছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: