• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৪ ভাদ্র ১৪২৯

২৩ আগস্ট অর্ধদিবস হরতাল ডেকে শাহবাগে জনসংযোগ!

প্রকাশিত: ১৮:০২, ৬ আগস্ট ২০২২

আপডেট: ১৮:০৬, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
২৩ আগস্ট অর্ধদিবস হরতাল ডেকে শাহবাগে জনসংযোগ!

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, ভোটাধিকার ও জবাবদিহিতার সরকার পেতে জাতীয় সরকার গঠনের দাবিতে আগামী ২৩ আগস্ট মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে সর্বজন বিপ্লবী দল একটি সংগঠন।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে এই হরতাল সফলের অহ্বান জানিয়ে সমাবেশ ও লিফলেট বিতরণ করতে দেখা যায় সংগঠনটির কয়েকজন নেতাকর্মীকে। 

 

কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে দলটির আহ্বায়ক প্রকৌশলী ম ইনামুল হক বাংলাভিশনকে বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, ভোটাধিকার ও জবাবদিহিতার সরকার পেতে জাতীয় সরকার গঠনের দাবিতে আগামী ২৩ আগস্ট মঙ্গলবার আমরা অর্ধদিবস হরতাল ডেকেছি। আমরা গতানুগতিক ভাংচুরের হরতাল করতে চাই না। আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি একটা স্বতঃস্ফূর্ত হরতাল পালন করতে। এর মাধ্যমে আমরা জানান দিতে চাই, জনগণ এই সরকারের বিরুদ্ধে রয়েছে। কিন্তু নামার সুযোগ পাচ্ছে না।

এভাবে হরতাল সফল করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এই সরকার যেভাবে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে অবশ্যই জনগণ আমাদের ডাকে সাড়া দিবে। আমরা আশা করছি ২৩ তারিখ জনগণ অর্ধদিবস ঘরে থেকে প্রতিবাদ করবে।

২৩ আগস্ট মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে সর্বজন বিপ্লবী দল একটি সংগঠন

মন্তব্য করুন: