• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি, আলোচনা চলছে: রেলমন্ত্রী

প্রকাশিত: ১৬:৪৪, ৯ আগস্ট ২০২২

আপডেট: ১৬:৫৪, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি, আলোচনা চলছে: রেলমন্ত্রী

তেলের দাম বাড়লেও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি। তবে, আলোচনা চলছে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেনটি চালু হবে। 

আরও পড়ুন: হেলিকপ্টার দুর্ঘটনা: র‌্যাবের এয়ার উইং পরিচালকের মৃত্যু 

মঙ্গলবার দুপুর রেলমন্ত্রী টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ‘নৌপথ ও সড়কপথে পরিবহণ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ভাড়া সমন্বয় করা হলেও তেলের দাম বৃদ্ধির কারণে ট্রেন ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের ডাবল লেনটি চালু হবেবেলেও জানান। 

বিভি/রিসি

মন্তব্য করুন: