• NEWS PORTAL

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

আরেক দফা বেড়েছে সবধরনের সবজির দাম, কমেছে ইলিশের মূল্য

মামুন আব্দুল্লাহ

প্রকাশিত: ১৬:১০, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
আরেক দফা বেড়েছে সবধরনের সবজির দাম, কমেছে ইলিশের মূল্য

বাজারে আরেক দফা বেড়েছে সবধরনের সবজির দাম। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা বেশিতে। সরবরাহে ঘাটতির অজুহাত বিক্রেতাদের। সরবরাহ বাড়ায় কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে ইলিশের। প্রভাব পড়েছে অন্যান্য মাছের দামেও। দাম বেড়েছে ডিম, মুরগি ও নিত্য প্রয়োজনীয় বেশকিছু পণ্যেরও। 

শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই ক্রেতা বিক্রেতায় ঠাসা রাজধানীর কাঁচাবাজার। ডালি ভরা সবুজ সবজিতে ক্রেতা আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের। তবে দাম বেশি হওয়ায় প্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম অবস্থা ক্রেতাদের। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। 

অস্থির মুদি বাজারও। তেল, ডাল, আটার বাড়তি দামের মধ্যেই সাবান জাতীয় পণ্যের অতিরিক্ত দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। বলছেন দাম কমাতে বাড়াতে হবে সরকারের তদারকি। 

মাছের বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে ১০০ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন এর প্রভাবে অন্য মাছের দামও নিম্নমুখী, তবে দাম কমেছে এমনটা মানতে নারাজ ক্রেতারা। 

মাঝে কিছুদিন স্থিতিশীল থাকার পর আবার চড়ছে ডিমের দাম, ফের দেড়শ' টাকা ছুই ছুই ডিমের ডজন। মুগির বাজারে ব্রয়লার কেজিতে ১০ টাকা বেড়ে ১৭০ এবং ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা পিস। 

বিভি/এজেড

মন্তব্য করুন: