• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নির্বাচন ব্যবস্থার নানান তথ্য নিয়ে অ্যাপ তৈরি করবে ইসি

প্রকাশিত: ২০:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২০:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
নির্বাচন ব্যবস্থার নানান তথ্য নিয়ে অ্যাপ তৈরি করবে ইসি

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থার নানান তথ্য উপাত্ত নিয়ে ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করার উদ্যোগ নিচ্ছে।  নির্বাচন কমিশনের কর্মকর্তার পাশাপাশি সাধারণ নাগরিকরা এই অ্যাপ ব্যবহার করে সেবা গ্রহণ করতে পারবেন। 

রবিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরির আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘একটি অ্যাপ, ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করতে চাচ্ছি। এটা আমরা এবং নাগরিকরাও ব্যবহার করতে পারবে। এতে কার ভোট কোন কেন্দ্রে, প্রার্থী কারা, নির্বাচনী এলাকার ম্যাপ, কোথায় কত ভোট পড়লো ও তার গ্রাফ, ফিগার; কোন প্রার্থী কোথায় এগিয়ে থাকলো; সেগুলো থাকবে। আট ধরনের তথ্য এতে পাওয়া যাবে। কে জিতলো তা সঙ্গে সঙ্গে জানতে পারবে। এটা প্রাথমিক সিদ্ধান্ত।, কমিশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

অ্যাপ তৈরি করার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা যাচাই করে মতামত দেবে।’

মো. আলমগীর জানান, ‘এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তত এখনও হয়নি। জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন পেলে বসবো। কিছু কিছু জায়গায় প্রশাসনিক পরিবর্তন হয়েছে। সেগুলো নিয়ে বসতে হবে।’

বিভি/এইচকে/এনএ

মন্তব্য করুন: