• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

অমুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে বাদ দেওয়া হবে: আ ক ম মোজাম্মেল হক

প্রকাশিত: ২১:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২১:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
অমুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে বাদ দেওয়া হবে: আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, উন্নয়নের কোনো শেষ নেই। এটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের সকল স্থানে সমানভাবে উন্নয়ন করছেন। ওয়েবসাইটে প্রকাশ হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় যদি কোনো অমুক্তিযোদ্ধার নাম থাকে তবে তা তদন্ত করে বাদ দেওয়া হবে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার সিটি কলেজ মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

আকম মোজাম্মেল হক আরও বলেন, ‘নির্বাচন নিয়ে ভাবার কিছু নেই। আমরা গণতান্ত্রিক দল। প্রতি পাঁচ বছর পরপর আমরা নির্বাচনে আসি। জনগণ রাষ্ট্রের মালিক, তাদের কাছে আমরা পরীক্ষার সম্মুখীন হবো। আমরা যেভাবে জনগণের পাশে থেকেছি তাতে আশা করি জনগণ আমাদের বিবেচনায় নেবে।’

উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদসহ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা।

উল্লেখ্য, সাতক্ষীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে। রবিবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সেটির উদ্বোধন করলেন।

বিভি/এনএ

মন্তব্য করুন: