• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ডিএনসিসি মেয়র এবং ওয়াসার এমডিকে জেলে পাঠাতে চান নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (ভিডিও)

প্রকাশিত: ২২:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২২:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ

ঢাকার চারপাশের নদ–নদীদূষণের জন্য ঢাকা উত্তর সিটির মেয়র ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী। 

রবিবার সকালে রাজধানীতে বিশ্ব নদী দিবসের আলোচনা সভায় তিনি এমন দাবি জানান। আর নদ-নদীগুলো বিলীন হবার জন্য  পরিবেশ মন্ত্রণালয় আর পরিকল্পনা কমিশনকে দায়ী করেছেন নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। 

রবিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে রাইটস অব রিভার্স শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নদী রক্ষা কমিশন।

সভায় নদী দূষণের বিভিন্ন কারণ তুলে ধরেন আলোচকরা। এসময় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, ঢাকার আশপাশের নদীগুলোর দূষণের জন্য ঢাকা উত্তর সিটির মেয়র ও ওয়াসা চেয়ারম্যানকে দায়ী করেন।

এদিকে দেশের বিভিন্ন নদ-নদী বিলীনের জন্য পরিবেশ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনকে দায়ী করেন অধ্যাপক ড. আইনুন নিশাত।
 
সভায় নদী ও পরিবেশ নিয়ে রাজনীতির অভিযোগ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জীববৈচিত্র রক্ষায় দেশের নদ-নদীকে দূষণমুক্ত রাখার তাগিদ দেন আলোচকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: