• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত, দ্রুতই নতুন তারিখ ঘোষণা

ইউএনবি

প্রকাশিত: ১৮:২২, ২৪ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:২৩, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত, দ্রুতই নতুন তারিখ ঘোষণা

আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর যাওয়ার কথা ছিল। তবে সফরটি স্থগিত হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নতুন তারিখ পুনঃনির্ধারণের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শিগগিরই সফরটি অনুষ্ঠিত হবে। আমরা সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করিনি। তারিখটি পরে ঘোষণা করা হবে।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকি শুনসুকের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ২৯ নভেম্বর থেকে এ সফর হতে পারে।

এদিকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মন্ত্রিসভার তৃতীয় সদস্য পদত্যাগ করলেন।

এছাড়াও গত এক সপ্তাহে জাপানে নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। এই সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার। তাই ভ্রমণেও বিধি-নিষেধ আনার পরিকল্পনা চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: