• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পথে ২৪ রোহিঙ্গা

প্রকাশিত: ১২:৫৮, ৮ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৩:০৩, ৮ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পথে ২৪ রোহিঙ্গা

ফাইল ছবি

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের উদ্দেশে রওনা হয়েছেন ২৪ রোহিঙ্গা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেন তারা। দেশটির শরনার্থী নীতি অনুযায়ী এশিয়া থেকে যাদের নেওয়ার কথা, সেই তালিকায় যোগ হয়েছে রোহিঙ্গা।

এর আগে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু হবে।

প্রথম তালিকায় জায়গা পেয়েছেন ৬২ জন রোহিঙ্গা। বছরে বাংলাদেশ থেকে ৩০০ থেকে ৮০০ জন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেয়া হতে পারে। তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর ভার কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

এর মধ্যদিয়ে ২০১৭ সালের রোহিঙ্গা ঢলের পর প্রথম কোনও তৃতীয় রাষ্ট্রে রোহিঙ্গাদের পূর্নবাসন শুরু হলো। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছিল এদেশ থেকে তারা রোহিঙ্গা নিতে চায়। 

মিয়ানমারে মানবিক বিপর্যয়ের শিকার হয়ে গত ৫ বছর ধরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী। মিয়ানমারের জান্তা সরকারের অস্বীকৃতিতে নিজ দেশে ফিরতে পারেনি একজন রোহিঙ্গাও। সময়ের বিবর্তনে বাংলাদেশে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা এখন ১২ লাখ।


 

বিভি/রিসি

মন্তব্য করুন: