• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

তিন ফসলি জমিতে প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৭:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
তিন ফসলি জমিতে প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না বলে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্ধারিত এজেন্ডার বাইরে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা হলো তিন ফসলি জমিতে কোনো প্রকার উন্নয়ন প্রকল্প হবে না। এসব জমি সংরক্ষণ করতে হবে। 
সচিব বলেন, লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন ক্ষেত্রে তিন ফসলি জমিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে বা আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন ভবন তৈরি করার প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বা বেসরকারি সকল কাজের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। এখন থেকে বিষয়টি মনিটর করা হবে। 
তিনি বলেন, প্রকল্প নেওয়ার সময় যাচাই করে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছেও তা পাঠানো হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন: