• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ভেজাল ওষুধ মজুত ও বিক্রিতে ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১৭:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ভেজাল ওষুধ মজুত ও বিক্রিতে ১০ বছর কারাদণ্ড

ফাইল ছবি

ভেজাল ওষুধ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। এসব দমনে শিগগিরই এই সংক্রান্ত নতুন আইন করতে যাচ্ছে সরকার। সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ‘ওষুধ ও কসমেটিক আইন-২০২৩’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই আইনে ভেজাল ওষুধ মজুত ও বিক্রি করলে ১০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান।

মাহবুব হোসেন বলেন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দোকানীরা ওষুধ বিক্রি করেন, নতুন এই আইনের ফলে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার কমে আসবে। 

তিনি বলেন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোন ফার্মেসি ওষুধ বিক্রি করলে তার লাইসেন্স বাতিল হতে পারে। কসমেটিক্স বিক্রি ও উতপাদনে নতুন করে লাইসেন্স নিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 

সচিব বলেন, প্রস্তাবিত আইনের খসড়ায় ওষুধ ও কসমেটিক পণ্য আমদানি, উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে এ আইনের কোনো ধারা লঙ্ঘন করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: 

বিভি/এসআই/এজেড

মন্তব্য করুন: