• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। আশা করা হচ্ছে আগামীকাল উদ্ধারকারী একটি দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিকভাবে সেনা ও দমকল বাহিনীর কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক এসএমএস-এ তিনি জানান, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। 

উল্লেখ্য, তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আঘাত হেনেছে।  এর আগে সোমবার সকালে প্রাণঘাতী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। শক্তিশালী এই ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত করেছে সিএনএন। এরমধ্যে তুরস্কে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯২১ জন। তুরস্ক ও সিরিয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ভূমিকম্প আঘাত হানে। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: