• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাটা হলো ৩ হাজার গাছ, নিধনের তালিকায় আরও ১৫০০ (ভিডিও)

তুহিন আরন্য, মেহেরপুর

প্রকাশিত: ২২:০৫, ২৪ মে ২০২৪

আপডেট: ২২:০৮, ২৪ মে ২০২৪

ফন্ট সাইজ

গত কয়েক বছর ধরে যেই চুয়াডাঙ্গা তীব্র তাপদাহে দেশের শীর্ষে অবস্থান করছে এবার সেই চুয়াডাঙ্গা-মেহেরপুর এলাকার সড়কে সরকারি উদ্যোগে চলছে বৃক্ষ শূন্য করার কার্যক্রম। সড়ককে চার লেন করতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গত ৯ মাস আগে কেটে ফেলা হয়েছে ৩ হাজার গাছ। 

এবার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ককে সম্প্রসারণ করতে কাটা হবে আরও দেড় হাজার গাছ। ফলে- এক সময়ের গাছপালার ছায়াঘেরা এই সড়কগুলো এখন হয়ে পড়ছে বৃক্ষহীন বিরাণভূমি। তবে এসব গাছ রক্ষার দাবি এলাকাবাসীর।

ব্রিটিশ আমল থেকেই মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা এবং মেহেরপুর-মুজিবনগর সড়কে সারিবদ্ধ গাছ  ছিল। শতবর্ষী কড়ই, মেহগনি, শিমুল, নিমসহ নানা জাতের বনজ ফলজ ও ঔষধী গাছের ডালপালায় ছায়ায় ঘেরা থাকতো এসব সড়ক। গাছগুলো পরিবেশ রক্ষার পাশাপাশি একদিকে সড়কের সৌন্দর্য্য বৃদ্ধি করতো, অন্যদিকে পথচারীদের দিতো স্বস্তি। 

বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ফলে গাছ কাটার আগে গাছ লাগানো উচিৎ।

বন বিভাগের তথ্যমতে গত ১০ বছরে সরকারিভাবে মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে ১৪ হাজার গাছ কাটা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2