• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

শেরপুরে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৪, ১৯ নভেম্বর ২০২১

আপডেট: ১৩:৪০, ১৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
শেরপুরে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শক্রবার (১৯ নভেম্বর) ভোরে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। এনিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দু’টি হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটলো। 

এর আগে ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার হয়েছিলো।

বনবিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুক্রবার উদ্ধার হওয়া বন্যহাতিটি পুরুষ, বয়স আনুমানিক দুই বছর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছে। 

গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিলো। 

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

 

বিভি/এইচএইচ/এএন

মন্তব্য করুন: