• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশজুড়ে ‍টানা বৃষ্টি

প্রকাশিত: ০৯:৩৯, ৬ ডিসেম্বর ২০২১

আপডেট: ০৯:৪৩, ৬ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশজুড়ে ‍টানা বৃষ্টি

ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে। জাওয়াদের এমন প্রভাব থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তর থেকে বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।

বাংলাদেশ উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে জাওয়াদ। আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে ঘূর্ণিঝড়টি।

অন্যদিকে নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি বৃদ্ধি পেয়েছে। সব সমুদ্রবন্দরকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারকে।

বৈরী আবহাওয়ায় তিনদিন ধরে সেন্টমার্টিনে আটকা পড়েছেন হাজারো পর্যটক। এদিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে অফিসগামী লোকজন কর্মস্থলে যাচ্ছেন। রাজধানীতে বিভিন্ন রুটে বৃষ্টির কারণে বাস কম দেখা গেছে। ফলে রাজধানীর অফিসগামীরা পড়েছে চরম বিপাকে। সেই সংগে ডুবে গেছে রাজধানীর অলিগলি। 

জাওয়াদের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হচ্ছে।


 

বিভি/রিসি 

মন্তব্য করুন: