• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

‘নাক দিয়েও দেখতে পায় কুকুর!’

প্রকাশিত: ১৯:৫১, ৩০ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
‘নাক দিয়েও দেখতে পায় কুকুর!’

কুকুররা অনেক বিচক্ষণ প্রাণী। এদের ঘ্রাণ শক্তি অনেক বেশি প্রখর সেটা সবার জানা। তাই আইনশৃঙ্খলা বাহিনীও নানান কাজে কুকুর ব্যবহার করে থাকে। এবার এই প্রাণী সম্পর্কে আশ্বর্জজনক তথ্য দিলেন নিউইয়র্কের একদল বিজ্ঞানী। তারা বলছেন, শুধু চোখ দিয়ে নয়, নাক দিয়েও দেখতে পায় কুকুররা। 

সম্প্রতি নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। তাঁরা কুকুরের মস্তিষ্কের বিশেষ একটি ভাগের কথা উল্লেখ করেছেন গবেষণায়। এই গবেষণার নেতৃত্বে থাকা জনসন জানিয়েছেন, দৃষ্টিহীন কুকুরদের দেখেই তাদের মাথায় এই গবেষণার কথা আসে।

বিজ্ঞানীদের দাবি, কুকুরের নাকের সঙ্গে সরাসরি যোগ রয়েছে তাদের অক্সিপিটাল লোব-এর। আর এই অক্সিপিটাল লোবই মূলত দৃষ্টিশক্তির কাজ করে। নাকের মধ্যে থাকা স্নায়ুর সঙ্গে এর যোগ থাকায় নাক দিয়েও কিছুটা দেখতে পায় কুকুর। দৃষ্টিহীন কুকুরেরাও নাকি এর মাধ্যমেই আশপাশের অনেক কিছু মালুম করে ফেলে।

বিভি/কেএস

মন্তব্য করুন: