• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কপ-২৭: দশম দিনের আলোচ্য সূচিতে থাকছে নবায়নযোগ্য জ্বালানিতে পরিবর্তনের চ্যালেঞ্জ

প্রকাশিত: ১৩:৩৫, ১৫ নভেম্বর ২০২২

আপডেট: ১৩:৩৫, ১৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
কপ-২৭: দশম দিনের আলোচ্য সূচিতে থাকছে নবায়নযোগ্য জ্বালানিতে পরিবর্তনের চ্যালেঞ্জ

আজ ১৫ই নভেম্বর নাগরিক সমাজ এবং এনার্জি দিবস। কপ-২৭ সম্মেলনে আজকে মূলত জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় ও পরিকল্পনা প্রণয়নে নাগরিক সমাজের ভূমিকা ও অবদান এবং জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে পরিবর্তনের চ্যালেঞ্জ ও সুযোগগুলো নিয়ে আলোচনা করা হবে। 

আজকে সম্মেলনে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা ও অবদান নিয়ে চারটি এবং এনার্জি নিয়ে আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। 

- নাগরিক সমাজ নিয়ে প্রথম অধিবেশনে বৈশ্বিক জলবায়ু এজেন্ডা গঠন এবং প্যারিস চুক্তির অধীনে নির্ধারিত প্রতিশ্রুতি বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকার উপর আলোচনা হবে।

- উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু অর্থ প্রদানের দায়বদ্ধতা পূরণে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হবে দ্বিতীয় অধিবেশনে।

- উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায়, জলবায়ু পরিবর্তনের বিপর্যয় প্রতিরোধ ও ব্যবস্থাপনায় নাগরিক সমাজের দ্বারা বাস্তবায়িত প্রচেষ্টাগুলোর উপর আলোচনা গুরুত্ব পাবে তৃতীয় অধিবেশনে।

- আজকে সম্মেলনের চতুর্থ অধিবেশনে এইচ ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে নাগরিক সমাজের অবদান নিয়ে আলোচনা করা হবে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: