• NEWS PORTAL

  • সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আবেদ আলীদের মুখোশ আমাদের দায়

জাহেদ সবুর

প্রকাশিত: ১৩:১২, ১০ জুলাই ২০২৪

আপডেট: ১৩:১৩, ১০ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
আবেদ আলীদের মুখোশ আমাদের দায়

জাহেদ সবুর

মানুষ যখন সত্য উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন উনি সৈয়দ আবেদ আলীদের মুখোশ খুলে দিয়ে সত্যটা আরও পরিষ্কার করে দেন। তারপরও যারা অন্ধ থেকে যায় তাদের মোকাবেলায় বাবা-মার বদৌলতে পাওয়া নামের শেষ অংশটাই যথেষ্ঠ। যখনই সবুর করেছি উনি কখনও নিরাশ করেননি। গাড়ি চালক থেকে থ্রি স্টার হোটেলের মালিক, পোশাকে দৃশ্যত ধর্মপরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত, জনাব সৈয়দ আবেদ আলী এখন বাংলাদেশে ভাইরাল।

 

সবার কাছে কাকতালীয়, আমার কাছে বিশ্বাস। বিশ্বাস এমন বস্তু যার নিশ্চিত প্রমাণ কোনো পোশাকে, ছবিতে, কিংবা মানুষের কাছে দৃশ্যমান এমন কিছুতেই পাওয়া যায় না। তারপরও আমাদের সেটা দেখিয়ে বেড়ানোর কি অবিরাম মূল্যহীন প্রচেষ্টা। নিজেদের চিন্তাভাবনা পোশাকের কারাগারে জিম্মি রাখা এই আমাদেরও এর দায় বা ব্যর্থতা কোন অংশে কম নয়। আশাকরি কোনো একদিন আমরা এই অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে পারবো।

Google এর প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার জাহেদ সবুর এর ফেসবুক থেকে

মন্তব্য করুন: