• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

গন্তব্য জেনে পথ চলতে হয়

সানাউল্লা লাভলু 

প্রকাশিত: ১০:২৫, ৫ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
গন্তব্য জেনে পথ চলতে হয়

বয়স তখন কতো ছিল মনে নেই। মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তাম। কিন্তু কোন ক্লাসে পড়তাম তাও মনে নেই। থ্রি বা ফোর হবে হয়তো। হঠাৎ করেই ঘটনাটা মনে পড়লো। 

ঈদগা মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা শেষ হতে হতে পরন্ত বিকেল। যারা জিতেছিল, ওরা আনন্দ করতে করতে নিজ পাড়ায় ফিরছিল। আমিও ওদের আনন্দে যোগ দিয়ে পেছন পেছন যাচ্ছি। এভাবে কখন কমলাপুর রেল স্টেশন ছাড়িয়ে মুগদা পেড়িয়ে অজানা অচেনা জায়গায় চলে গেলাম বুঝিনি। একসময় দেখি, যাদের পেছন পেছন চলে গেছি, তারা কেউ আর নেই। পেছন ঘুরে দেখি, ফেরার পথ চিনিনা। সন্ধ্যা নেমে গেছে। আতঙ্ক গ্রাস করলো আমাকে। ভেউ ভেউ করে কাঁদতে লাগলাম।

এ সময় একজন ভদ্রলোক আমার কাছে এসে জানতে চাইলেন, কেন কাঁদছি। বললাম, পথ হারিয়ে ফেলেছি। বাসায় যাবো। উনি প্রশ্ন করে জেনে নিলেন কোথায় থাকি। তারপর সঙ্গে করে আমাকে নিয়ে এলেন মতিঝিল কলোনিতে। বাসার কাছে এসে তো আর চিনতে সমস্যা হয়নি। 

বাসায় ঢুকে দেখি, উদ্বিগ্ন মা-বাবা, ছোট ভাই-বোনরা কাঁদছে। আমাকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে তাদের সে কি উচ্ছাস! 

জীবনে সেবারই শিখলাম, ফেরার পথ চিনে চলতে হয়। গন্তব্য জেনে পথ চলতে হয়। আর পথ হারালে কখনো কেউ ঠিক ফিরিয়ে নিয়ে আসে।

বিভি/এনএম

মন্তব্য করুন: