• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর পিঠে নয়, গুলি বুকে লেগেছিল

জাফর ওয়াজেদ

প্রকাশিত: ২৩:৩৬, ১৬ আগস্ট ২০২২

আপডেট: ২৩:৩৯, ১৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
বঙ্গবন্ধুর পিঠে নয়, গুলি বুকে লেগেছিল

গুলিটা বঙ্গবন্ধুর পিঠে নয়, বুকে লেগেছিল।
সাহসী মানব নিজেই এগিয়ে এসেছিলেন ঘাতকদের সামনে, লুকানো বা পালানোর চেষ্টা করেননি। হামলাকারীদের নিরস্ত্র করতে চেয়েছিলেন। 
বাঙালি ঘাতক হবে-এমনটা ঘুণাক্ষরেও ভাবতেন না।
বঙ্গবন্ধু কর্মসূচি দিয়ে অনেকদূর এগিয়ে গেলেও তার দল ছিল অনেক পেছনে। তারা সমানতালে বা কাছাকাছি যেতে পারেন নি।
পশ্চাদে পড়ে থাকা দলটি তাই প্রতিরোধ গড়তে পারেনি।
'৭৫এর পর দলটি থেকে আরও গোটা কয়েক দলের জন্ম হয়। যারা দলটিতে  ছিলেন, তারা কেউ কাউকে বিশ্বাস করতেন না। তারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কথা বলেন। অথচ বঙ্গবন্ধুর জীবন ও কর্মধারা কি জানেন না!
তাই বঙ্গবন্ধু আজ শুধুই সেতু, ছাত্রাবাস. পার্ক, সম্মেলনকেন্দ্র হয়ে আছেন!
তাঁর জীবনকর্ম মূল্যায়ন করে প্রকাশনা প্রচার নেই বলে '৭৫-এর পর থেকে ভুলে যাওয়া নাম। কেবলই শ্লোগানে উচ্চারিত নাম।
নয়া প্রজন্ম জানে না কী তিনি? কেমন তিনি?
ছিলেন পুরো জাতির প্রাণ। এখন?

লেখক: পিআইবির মহাপরিচালক।

মন্তব্য করুন: