বন্যাদুর্গতদের পাশে এসএসসি-৯৫ এন্ড এইচএসসি-৯৭ ফাউন্ডেশন
ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এসএসসি- ৯৫ এন্ড এইচএসসি- ৯৭ ফাউন্ডেশন। সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বন্যার ফলে অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি সম্পদ হারিয়েছে। বিশুদ্ধ পানি ও চিকিৎসার চরম সংকটে পড়েছে বন্যার্তরা। তাই মানবিক দায়িত্ববোধ থেকে এসএসসি- ৯৫ এন্ড এইচএসসি- ৯৭ ফাউন্ডেশন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
এমতাবস্থায় ফাউন্ডেশনটি বন্যার্তদের জন্য জরুরি ফান্ড গঠন করেছে। তা থেকে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে।
এ বিষয়ে ২৭ আগস্ট সংগঠনটির সদস্যবৃন্দ জানিয়েছে, এই বন্যা মোকাবিলায় বন্যার্তদের জন্য শুকনো খাবার চিড়া , মুঁড়ি, গুড়, ৫ লিটার পানি ও জরুরি ঔষধ প্রতিটা পরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ফাউন্ডেশনটি তাদের নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ ও আটকে পড়াদের উদ্ধাদের জন্য স্পিডবোট ও নৌযানের ব্যবস্থা করেছে।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশনের সদস্যরা অন্যদেরকেও অনুপ্রাণিত করতে চায়। যাতে সবাই মিলে একত্রিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।
বিভি/এমআর
মন্তব্য করুন: