• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গৃহহীন কামালকে বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিলেন আলমগীর হোসেন 

প্রকাশিত: ১৭:১৯, ২৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:২২, ২৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
গৃহহীন কামালকে বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিলেন আলমগীর হোসেন 

অসহায় এবং গৃহহীন কামাল হোসেনের পরিবারকে ঘর নির্মাণের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা সহায়তা দিয়েছেন ইউএনডব্লিওপিএ’র অ্যাম্বাসেডর হাজী মো. আলমগীর হোসেন। সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে ঢাকায় পবিত্র রমজানের ইফতার ও দোয়া অনুষ্ঠানে এই সহায়তা করেন তিনি।

আয়োজকরা জানান, ইফতারের পর ডিনারের সময় ইউএনডব্লিওপিএ’র ফাউন্ডার প্রেসিডেন্ট এইচ ই ফুসাও কিতাগাওয়ার-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, ট্রিপলা ডিফিয়সা অনলাস, সুমন বড়ুয়া, ইকবাল হোসেন, সৈয়দ আনিসুর রহমান টিটুসহ বিভিন্ন সামাজিক সংগঠন, বাংলাদেশ চ্যাপ্টারের সকল অ‍্যাম্বাসেডররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের ( হেড অফ রিপ্রেজেনটিভ) প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর রতন কুমার দাস।

আলমগীর হোসেন বলেন, মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। সেই তারনা থেকেই কামালের পরিবারের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন: