ট্রেনিং শেষে দক্ষ কর্মীদের কোরিয়ান ভিসা ও টিকিট প্রদান
রাজধানীর উত্তরায় তুরাগ পাড়ের কামারপাড়া এলাকায় ট্রেনিং শেষে দক্ষিণ কোরিয়াগামী দক্ষ কর্মীদের সংবর্ধনা দিয়েছে এসডিসি ওভারসিস ট্রেনিং এন্ড টেস্টিং সেন্টার।
সোমবার (২৯ জানুয়ারি) কর্মীদের সংবর্ধনার পাশাপাশি তাদের হাতে পাসপোর্ট, ভিসা ও টিকিট তুলে দেয় প্রতিষ্ঠানটি । ভিসা ও টিকিট পেয়ে খুশি কোরিয়াগামী কর্মীরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, কোরিয়ান বিজনেস অব এশিয়া ফেডারেশনের ভাইস চেয়ারম্যান পার্ক সং ওয়াং, এসডিসি ওভারসিস ট্রেনিং এন্ড টের্স্টিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির সহ কোরিয়ার অনেক কর্মকর্তারা।
বিভি/এমআর
মন্তব্য করুন: