• NEWS PORTAL

  • বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

এশিয়ান যুব জুজুৎসু প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আরাফ ইশরাক ও সিং কিউ ইউ

প্রকাশিত: ১৬:৪১, ১০ মে ২০২৪

আপডেট: ১৬:৪৪, ১০ মে ২০২৪

ফন্ট সাইজ
এশিয়ান যুব জুজুৎসু প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আরাফ ইশরাক ও সিং কিউ ইউ

প্রথম এশিয়ান যুব জুজুৎসু প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের আরাফ ইশরাক ও সিং কিউ ইউ। অনূর্ধ্ব-২১ ভিত্তিক দো ইভেন্টে এ অসামান্য সম্মান বয়ে আনতে সক্ষম  হয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাতে প্রতিযোগিতার ভিত্তিতে এ অর্জন তাদের।

এছাড়া গত ৭ মে (মঙ্গলবার) বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের যুব দলের তনয় কুমার সরকার এবং লিখন সরকার দো এবং শো ইভেন্টে আরও দুইটি  তাম্র পদক অর্জন করেছেন।

উল্লেখ্য, অষ্টম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় ৩টি তাম্র পদক এবং প্রথম এশিয়ান যুব জুজুৎসু প্রতিযোগিতায় ২টি তাম্র পদক এবং ১টি স্বর্ণ পদক জয় করে। এতে ৭০০ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ সাউথ এশিয়ান র‍্যাংকিং-এ তৃতীয় স্থান অধিকার করে।

বিভি/টিটি

মন্তব্য করুন: