• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খালে মিললো বিশালাকার ‘কুমির মাছ’

প্রকাশিত: ১৫:৫৯, ২৮ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:২৩, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
খালে মিললো বিশালাকার ‘কুমির মাছ’

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যেগুলি সুদূর অতীতে জন্ম নিয়েছে। তারপর কোনও পরিবর্তন ছাড়াই এখনও টিকে রয়েছে। কিন্তু তাদের সমসাময়িক প্রাণীরা ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এধরনের প্রাণীদের ‘জীবন্ত জীবাশ্ম’ বলে। অ্যালিগেটর গার এদের মধ্যে অন্যতম। চলতি কথায় এরা ‘কুমির মাছ’ নামে পরিচিত।

এখনও পর্যন্ত অ্যালিগেটর গার-এর যেসব ফসিল খুঁজে পাওয়া গিয়েছে, সেগুলির বয়স প্রায় ১০ কোটি বছর বলেই ধারণা বিজ্ঞানীদের।

বিরল প্রজাতির তেমনই একটি ‘কুমির মাছে’র দেখা মিললো ভারতের পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবারের খালে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে লেনিননগরের ঘাটে বিশালাকার ‘কুমির মাছ’টি দেখতে পাওয়া যায়।

এই অ্যালিগেটর গারদের দেখতে অনেকটা কুমিরের মতো হয়। সেকারণেই এদের 'কুমির মাছ' বলা হয়। এর আঁশ খুবই শক্ত হয়। মাছটি বহু দাঁত বিশিষ্ট হয়। অ্যালিগেটর গার শিকারী মাছ বলেই পরিচিত। পানিতে থাকা ছোট ছোট মাছ শিকার করে খায় এই মাছ। 

ডায়মন্ডহারবারের খালে এই মাছ কী করে এলো, তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। অনেকে মনে করছেন, যেহেতু খালটি নদীর সংগে সংযুক্ত। তাই কোনওভাবে হয়তো নদী থেকেই এই মাছ খালে ঢুকে পড়ে। 

সূত্র ও ছবি: জি২৪ঘণ্টা

বিভি/এসডি

মন্তব্য করুন: